সন্দ্বীপে পেলিশ্যা ইউনিটি ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছাত্র-ছাত্রীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সন্দ্বীপে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) মগধরা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবনে এ প্রতিযোগিতার আয়োজন করে পেলিশ্য ইউনিটি ক্লাব।
এতে অংশ নেয় সন্দ্বীপ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট ১০৩ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সভাপতি হাফেজ মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক একরামুল আজিম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরিফ শাহাজাদা ও মুজিব দ্দৌলা আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান মিদুল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আল আমিন রবিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফাহিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহির আলম মান্না, আইন সম্পাদক ওমর ফারুক, স্বাস্থ্য সম্পাদক রবিউল হাসান সাব্বির, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, ধর্ম সম্পাদক হাফেজ নুরুল আহাদ ও সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল প্রমুখ।
আয়োজকেরা জানান, “আজকের এই প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট নয়, বরং শিক্ষার্থীদের জন্য এক নতুন অনুপ্রেরণা। আমরা চাই সন্দ্বীপের শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানকে ব্যবহারিক জীবনে কাজে লাগাক। গ্রামীণ পরিবেশেও মানসম্মত শিক্ষামূলক কার্যক্রম আয়োজন সম্ভব। আজকের আয়োজন তার প্রমাণ। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাস জোগাবে। আগামীতে আমরা শুধু কুইজ নয়, বিতর্ক, বিজ্ঞানমেলা, লেখালেখি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব ইনশাআল্লাহ।”
এ সময় শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগের প্রত্যাশা জানায়।