সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আজ আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলি সুকানি জামে মসজিদের খতিব মো: আব্দুল হামিদ।
আজিমপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের সভাপতি মাষ্টার মোঃ মাহফুজ উদ্দিন সুমন (এমবিএ হি.বি.)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আব্দুল হাকিম আরিফ, সাংগাঠনিক সম্পাদক, সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল,মোঃ আলমগীর, সহ-সভাপতি, সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল, মোঃ আনোয়ারুল কবির, সিনিয়র সহ-সভাপতি, আজিমপুর ইউনিয়ন বিএনপি,মো: ইউসুফ, সদস্য, মগধরা ইউনিয়ন বিএনপি,মোঃ শাহাদত, সদস্য, মগধরা ইউনিয়ন বিএনপি।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মোঃ মানিক মিয়া, সভাপতি, মুছাপুর ইউনিয়ন তাঁতীদল,মোঃ আজিজ, সভাপতি, সারিকাইত ইউনিয়ন তাঁতীদল,আব্দুর রহিম দিপু, সাধারণ সম্পাদক, মাইটভাংগা ইউনিয়ন তাঁতীদল,মোঃ শাহীন, সাধারণ সম্পাদক, মগধরা ইউনিয়ন তাঁতীদল,মোঃ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক, মাইটভাংগা ইউনিয়ন তাঁতীদল,
বক্তারা সকলে তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন দিক এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি আজিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল সঞ্চালনা করেন। এছাড়াও বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।