গাজায় ত্রাণবহরে হা’ম’লার প্র’তিবাদে সন্দ্বীপে বি’ক্ষো’ভ সমাবেশ
নিজস্ব প্রতিবেধনঃ চট্টগ্রামের সন্দ্বীপে জুমার নামাজের পর গাজায় গ্লোবাল সু’মুদ ফ্লোটিলার ত্রাণ নৌবহরে হা’ম’লা ও আটকের প্র’তিবাদে এক বি’ক্ষো’ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, জুমার নামাজের পর দক্ষিণ সন্দ্বীপ শিবেরহাটের আশপাশের এলাকা থেকে মুসলিম মুসল্লিরা দলে দলে শিবের হাট বটতলী মোড়ে এই মিছিল ও সমাবেশে অংশ নেন। গাজায় ফ্লোটিলার ওপর ইজরায়েলি হা’ম’লার ক’ঠোর নি’ন্দা ও এর প্র’তিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।মিছিল শেষে শিবের হাট বটতলী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নজরুল নাঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আলেম ও মাদ্রাসা শিক্ষকেরা।
সমাবেশে যারা বক্তব্য রাখেন,মুছাপুর মারকাজুলুউলুম মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম,দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন,মারকাজুত ত্বাকওয়া ইসলামি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা তিরমিজি,দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক,মাওলানা আবদুর রহমান সায়েম,সারিকাইত দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন।
বক্তারা গাজায় ত্রাণবাহী নৌবহরে হা’ম’লা’র ঘটনাকে অ’মান’বিক ও ন্য’ক্কার’জনক উল্লেখ করে এর ক’ঠোর শা’স্তি দাবি করেন। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের নীরব ভূমিকার প্র’তিবাদ জানান।
বক্তব্য শেষে মাওলানা দেলোয়ার হোসাইনের মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।