রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে সন্দ্বীপে বিএনপির জনসংযোগ: লিফলেট বিতরণ
সন্দ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সন্দ্বীপ উপজেলার মঘধরা ইউনিয়নে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়। মঘধরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেড়ীবাঁধ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের হাতে রূপরেখা সম্বলিত লিফলেট তুলে দেন এবং এর মূল বিষয়বস্তু ব্যাখ্যা করেন।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান ঘোষিত এই রূপরেখা দেশের বর্তমান সংকট নিরসন করে একটি গণতান্ত্রিক, আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রণীত হয়েছে। তারা এই রূপরেখা বাস্তবায়নে জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচার কাজ আগামী দিনগুলোতেও সন্দ্বীপের অন্যান্য ওয়ার্ডে অব্যাহত থাকবে বলে জানা গেছে।।