ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার: সন্দ্বীপে পুলিশের সফল অভিযান
সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশে এবং সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ,কে এম সফিকুল আলম চৌধুরী-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বিকাল আনুমানিক ৫:৪৫ মিনিটের দিকে সন্দ্বীপ থানাধীন মুছাপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের আলতিনামা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ জাফর উল্যাহ। জনৈক মামুনের চা দোকানের সামনে থেকে এই তিন আসামীকে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।