Sandwip-24

সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ৭ নং ওয়ার্ডের আ-ত্মহ/ত্যা করেছেন।

সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ৭ নং ওয়ার্ডের অলি উল্ল্যাহ সেরাং বাড়ির মোঃ মনজুর আলমের মেঝো মেয়ে নাইরিন সুলতানা হিরা বেগম (২৫) আ-ত্মহ/ত্যা করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে বাবার বাড়িতে যাওয়ার জন্য জেদ করেন হিরা বেগম। আসতে বাধা দিতেই শ্বশুরবাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আ-ত্মহ/ত্যা করেন।

 

ঘটনার পরপরই হিরা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন। পরদিন ২৬ সেপ্টেম্বর তার লা-শের পো-স্টম/র্টেম সম্পন্ন হয়।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লা-শ নিজ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Leave a Reply